রায়পুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের অন্যতম সমর্থক যোগগুরু রামদেব ভবিষ্যতে ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করার দাবি জানালেন। তিনি বলেছেন, বড় নোটের ক্ষতিকারক ফল ইতিমধ্যেই স্পষ্ট। কারণ ২০০০ টাকার জাল নোটও বাজারে চলে এসেছে। যে কারণে প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিলেন, ২০০০ টাকার নোটের ক্ষেত্রেও সেই একই সমস্যা রয়েছে।
রামদেবের বক্তব্য, বড় টাকার জাল নোট ছাপা ও সঙ্গে নিয়ে যাওয়া অনেক সহজ এবং তা সহজে ধরাও পড়ে না। তাই ভবিষ্যতে ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করা উচিত।
একইসঙ্গে রামদেব নগদহীন অর্থনীতির পক্ষে জোরাল সওয়াল করেছেন। তিনি বলেছেন, একান্ত প্রয়োজন হলে তবেই নগদ ব্যবহার করতে হবে। নগদ লেনদেন ছেড়ে নগদহীন অর্থনীতির দিকেই এগিয়ে যেতে হবে। ডিডিটাল লেনদেন চালু হলে তা অর্থনীতিতে অনেক বেশি স্বচ্ছ্বতা আনবে।
রামদেব নোট বাতিলের সিদ্ধান্তকে বাহবা জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর ওপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেছেন, দেশের ক্ষমতায়ণের জন্য প্রধানমন্ত্রী খুব ভালো নীতি গ্রহণ করছেন। তাঁর কথায়, প্রধানমন্ত্রী দেশের ভালোর জন্য খুব ভালো কাজ করছেন। কিন্তু দেশে অচ্ছে দিন আনতে কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের ওপর নির্ভর করলে চলবে না। এক্ষেত্রে সমাজকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রামদেব।
রামদেবের দাবি, দেশের অর্থনীতির ৮০ থেকে ৮৫ শতাংশই কালো টাকা। এই সমস্যার সমাধানে মোদী ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। মোদী যেভাবে এগোচ্ছেন তাতে তিনি বিদেশে জমা থাকা কালো টাকা উদ্ধারেও বিশেষ ব্যবস্থা নিয়ে কসুর করবেন না বলে মনে করছেন এই বিজেপি ঘনিষ্ঠ যোগগুরু।
ভবিষ্যতে ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করতে হবে: রামদেব
ABP Ananda, web desk
Updated at:
10 Jan 2017 06:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -