পটনা ও নয়াদিল্লি: ‘উড়তা পঞ্জাব’ ছবি নিয়ে বিতর্কে যোগ দিয়ে সেন্সর বোর্ডকে একহাত নিলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এবং ‘বাহুবলী’ ছবির পরিচালক এস এস রাজামৌলি। প্রিয়ঙ্কা বলেছেন, ‘সিবিএফসি ছবির সার্টিফিকেট দেওয়ার সংস্থা, সেন্সর করার নয়।’ রাজামৌলির দাবি, গোটা দেশের কোন ছবি দেখা উচিত সেটা কয়েকজন ঠিক করে দিতে পারেন না।
প্রিয়ঙ্কা ও তাঁর মা মধু একটি ভোজপুরী ছবি প্রযোজনা করেছেন। সেই ছবির প্রচারে গিয়ে অধুনা বলিউড থেকে হলিউডে পা রাখা প্রিয়ঙ্কা বলেছেন, ‘আমাদের পূর্বপুরুষরা দীর্ঘ সংগ্রামের পর বাক্-স্বাধীনতা এবং মতামত প্রকাশের স্বাধীনতা অর্জন করেছিলেন। গণতন্ত্রে সৃজনশীলতাকে বাধা দেওয়া উচিত নয়। একজন কী খাবে বা সামাজিক বিষয় নিয়ে তৈরি হওয়া কোন ছবি দেখবে সেটা কেউ বলে দিতে পারে না।’
প্রিয়ঙ্কার মতোই সেন্সর বোর্ডের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজামৌলি। তিনি বলেছেন, একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে ‘উড়তা পঞ্জাব’-এর নির্মাতাদের প্রতি তাঁর সমবেদনা আছে। সাধারণ যুক্তি অনুযায়ী, কীভাবে সেন্সর বোর্ডের ৬-৭ বা ১০ জন সদস্য ঠিক করতে পারেন দেশের জন্য কোনটা ভাল আর কোনটা খারাপ? পরিবারের প্রধানই ঠিক করবেন তাঁর সন্তানরা কোন ছবি দেখবেন। সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘উড়তা পঞ্জাব’ বিতর্কে সেন্সর বোর্ডকে তোপ প্রিয়ঙ্কা, রাজামৌলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2016 05:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -