মুম্বই: প্রতারণার অভিযোগ ওঠায় নীরব মোদীর সংস্থার সঙ্গে চুক্তি শেষমেশ বাতিল করলেন প্রিয়ঙ্কা চোপড়া। এমনটাই জানালেন অভিনেত্রীর মুখপাত্র।


প্রসঙ্গত, নীবর মোদীর সংস্থার হয়ে একটি টিভি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কাকে। সেখানে ছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রও। এদিন ওই মুখপাত্র জানান, সাম্প্রতিক অভিযোগ ওঠার প্রেক্ষিতে প্রিয়ঙ্কা চোপড়া নীরব মোদী ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধার্থ জানান, তাঁর চুক্তি আগেই বাতিল হয়ে গিয়েছিল।


চলতি মাসে দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক—পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানায় তারা ১১,৪০০ কোটি টাকার প্রতারণার হদিশ পেয়েছে। অভিযোগ, বিদেশি ব্যাঙ্ক থেকে ঋণ নিতে মুম্বইয়ে পিএনবি-র একটি শাখার কয়েকজন কর্মীর যোগসাজসে ভুয়ো লেটার অফ আন্ডারটেকিং (এলওইউ) বার করে নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি।


এদিকে, আরেক বলিউড অভিনেত্রী বিপাশা বসু, যাঁকে মেহুল চোকসির গীতাঞ্জলি জেমসের বিজ্ঞাপনে দেখা গিয়েছিল, এদিন অভিযোগ করেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও, তাঁর ছবি ব্যবহার করছে সংস্থা। যদিও, তিনি একইসঙ্গে জানান, এই মুহূর্তে তিনি সংস্থার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করার কথা ভাবছেন না।