নয়াদিল্লি:সোস্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন কয়েক মাস আগে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে শাড়ি না পরায় প্রিয়ঙ্কা চোপড়াকে ট্রোল করল একদল। বর্তমানে আমেরিকায় রয়েছেন প্রিয়ঙ্কা। তাঁকে ট্রোল করা বাহিনী বলেছে, ওখানেই থেকে যান, দেশে ফেরার দরকার নেই আপনার। প্রিয়ঙ্কা মুম্বই ফিরছেন বলে খবর।


নিজের পছন্দের পোশাক পরায় বলিউড থেকে হলিউডে পা রাখা ভারতীয় অভিনেত্রীকে বিদ্রূপের শিকার হতে হয়েছে।

স্বাধীনতা দিবসে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে তাঁর গলায় জড়ানো তেরঙ্গা দোপাট্টা। এতে অখুশি তাঁরই ভক্তদের একাংশ, যাঁরা প্রিয়ঙ্কার বিরুদ্ধে জাতীয় পতাকার অসম্মানের অভিযোগ তুলেছেন। তাঁর চিরাচরিত ভারতীয় ঐতিহ্যশালী পোশাক পরা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তাঁরা।




একজন লিখেছেন, দয়া করে আর ভারতে ফিরবেন না। এমন দিনে পরার জন্য একটা শালোয়ার-কামিজও নেই আপনার? আরেকজনের মন্তব্য, এরকম শুভ দিনে শাড়ি পরবেন, আপনার কাছে এটাই প্রত্যাশা।

প্রিয়ঙ্কা 'মাইহার্টবিলঙ্গসটুইন্ডিয়া', 'জয়হিন্দ'-এর মতো ট্যাগ লাগিয়ে ভিডিওটি শেয়ার করেন। পাল্টা ট্রোল করে বলা হয়, ননসেন্স! জাতীয় পতাকা, কিছু সম্মান তো করুন। এটা আপনার দোপাট্টা নয়, স্টুপিড, একটু শ্রদ্ধা দেখান। পাল্টা অবশ্য অভিনেত্রীর হয়ে মুখ খোলেন কেউ কেউ।

কিছুদিন আগে বার্লিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময় পায়ের কিছু অংশ বের করা পোশাক পরায় অনলাইনে যাচ্ছেতাই মন্তব্য করা হয়েছিল প্রিয়ঙ্কাকে। ইনস্টাগ্রামে সেই আলাপচারিতার ছবি পোস্ট করায় তাঁকে উদ্দেশ্য করে বলা হয়, প্রিয়ঙ্কা, আপনি দেশের প্রধানমন্ত্রীর সামনে রয়েছেন। পা ঢেকে রাখার মৌলিক শিষ্ঠাচারটুকু অন্তত আপনার থাকা উচিত।

একা নন, দীপিকা পাড়ুকোন, সোহা আলি খান, সানি লিওন, ফতিমা সানা শেখের মতো তারকাদেরও পছন্দের পোশাক পরায় অনলাইনে নিশানা করা হয়েছে। এষা গুপ্তা ফটোশ্যুট থেকে কিছু খোলামেলা পোশাক পোস্ট করায় টানা বেশ কয়েকদিন ট্রেন্ড ছিলেন। শেষ পর্যন্ত নিন্দুকদের মুখ বন্ধ করতে বলেন, শরীরটা তো আমার!