নয়াদিল্লি: উত্তরপ্রদেশে কংগ্রেসের ভরাডুবির দায় একা রাহুল গাঁধীর নয়, প্রিয়ঙ্কা গাঁধীরও। বললেন স্মৃতি ইরানি।
হিন্দি বলয়ের প্রধান রাজ্যে অখিলেশ সিংহ যাদবের সঙ্গে হাত মিলিয়ে কার্যত ধুয়েমুছে সাফ কংগ্রেস। প্রশ্ন উঠেছে, তবে কি রাহুল গাঁধী অখিলেশের সঙ্গে রোড শো করেও দাঁতই ফোটাতে পারলেন না! স্মৃতির কটাক্ষ, ন্যায়সঙ্গত বিচার হওয়া উচিত। এটা শুধু রাহুল গাঁধীর ব্যর্থতা নয়। গুলাম নবি আজাদ বড় মুখ করে বলেছিলেন, প্রিয়ঙ্কাও দলের স্ট্র্যাটেজি নির্ধারণে আছেন। আমার মনে হয়, একা রাহুলকে কাঠগড়ায় তোলা তাঁর প্রতি অবিচার হবে। প্রিয়ঙ্কাও সমান দায়ী।
প্রসঙ্গত, ২০১৪ এর লোকসভা ভোটে অমেঠি কেন্দ্রে রাহুলের কাছে হেরে যান কেন্দ্রীয় বস্ত্র ও বয়নমন্ত্রী স্মৃতি।
সেইসঙ্গে কংগ্রেসকে খোঁচা দিয়ে স্মৃতির মন্তব্য, আমাদের পার্টিতে পরিবারের আগে গুরুত্ব পায় মেধা, দক্ষতা। বিজেপিই সেই রাজনৈতিক দল যারা এক সামান্য মানুষকে দেশের প্রধানমন্ত্রী পদে বসিয়েছে। এটা মোদী সরকার ও তার নীতির জয়।