হায়দরাবাদ: কংগ্রেসের ভিতর থেকেই প্রিয়ঙ্কা গাঁধীকে আরও সক্রিয় ভূমিকায় নামানোর দাবি উঠছে। কিন্তু একা সনিয়া-কন্যর পক্ষে দলকে চাগিয়ে তোলা সম্ভব হবে না বলে অভিমত জয়রাম রমেশের।


একা কোনও ব্যক্তিই কংগ্রেসের ভাগ্য ফেরাতে পারবেন না, কারও হাতেই জাদুদণ্ড নেই, বলেছেন এই প্রবীণ কংগ্রেস নেতা।



উত্তরপ্রদেশ বিধানসভা ভোট না ২০১৯-এর সাধারণ নির্বাচন—কোনটা প্রিয়ঙ্কার প্রচারে নামার সঠিক সময়, প্রশ্ন করা হলে রমেশ আজ সাংবাদিক সম্মেলনে বলেন, আমার সবসময়ই বিশ্বাস, কংগ্রেসের পুনরুজ্জীবন ঘটাতে গেল কোনও একজন ব্যক্তি নয়, ভরসা রাখতে হবে যৌথ, সকলের মিলিত চেষ্টার ওপর। কারও হাতেই আর জাদুদণ্ড নেই। সেটা রয়েছে কংগ্রেস নামক দলটির যৌথ নেতৃত্বের হাতে। কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের প্রত্যেককে কিছু না কিছু অবদান রাখতে হবে। আমরা শুধু বসে বসে বলতে পারি না, এ এটা করবে, বি ওটা করবে বা সি এটা করবে। সেই জমানা এখন নেই।

রাহুল গাঁধীর সর্বোচ্চ নেতৃত্বপদে অভিষেকে ‘দেরি’র জন্য দলের সম্ভাবনা মার খাচ্ছে কিনা, জানতে চাওয়া হলে রমেশ বলেন, আমার মনে হয়, রাহুলের শীর্ষ পদে বসাটা এখন স্রেফ সময়ের অপেক্ষা। উনি কোন সময়সীমা ধরে নিয়ে এগচ্ছেন, তা জানার সুযোগ হয়নি আমার। তবে আমি নিশ্চিত, খুব বেশি অপেক্ষা হয়ত করতে হবে না আমাদের।