প্রিয়ঙ্কা গাঁধী বঢরার ডেঙ্গি, ভর্তি হাসপাতালে
Web Desk, ABP Ananda | 25 Aug 2017 05:21 PM (IST)
নয়াদিল্লি: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। তাঁকে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালের চেয়ারম্যান ডি এস রানা বলেছেন, প্রিয়ঙ্কার ডেঙ্গি ধরা পড়েছে। তবে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। হাসপাতাল সূত্রে খবর, বুধবার প্রবল জ্বর নিয়ে এখানে আসেন প্রিয়ঙ্কা। চিকিৎসক অরূপ বসু তাঁর চিকিৎসা শুরু করেন। পরে তাঁর ডেঙ্গি ধরা পড়ে। সম্প্রতি শোনা গিয়েছিল, কংগ্রেসের পরবর্তী সভানেত্রী হিসেবে প্রিয়ঙ্কার নাম প্রস্তাব করেছেন সনিয়া গাঁধী। তবে কংগ্রেস সেই খবর অস্বীকার করেছে। যদিও ভবিষ্যতে প্রিয়ঙ্কাকে দলের কোনও গুরুত্বপূর্ণ পদে আনা হতে পারে জল্পনা চলছে। ২০১৯ সালে পরবর্তী লোকসভা নির্বাচনের আগেই প্রিয়ঙ্কাকে বড় কোনও দায়িত্ব দিতে পারে কংগ্রেস।