নয়াদিল্লি: কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী ভডরার ছেলে রেহান রাজীব ভডরার লেন্সে অরণ্যজীবনের ছবি তুলতে ভালোবাসেন। তিনি বেশ ভালো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার।। গত ৭ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট নজর করেছে। রাজস্থানের রনথম্বোর ন্যাশনাল পার্কে তোলা বাঘের একটি ছবি তিনি ট্যুইট করেছেন।  আর তাঁর ক্যামেরায় তোলা সেই ছবি মুগ্ধ করেছে ইউজারদের।
রনথম্বোর ন্যাশনাল পার্কে ঘন সবুজ ঝোপে বসে রয়েছে একটি ডোরাকাটা। তার জ্বলজ্বলে চোখের ছবি ধরা পড়েছে রেহানের ক্যামেরায়। ছবিটি প্রকৃত অর্থেই নজরকাড়া। গত মঙ্গলবার ছবিটি তোলা হয়েছে বলে সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করা হয়েছে।


ক্যাপশনে রেহান লিখেছেন, আই স্পাই। টি-১০১, জোন-৬, রনথম্বোর ন্যাশনাল পার্ক, ০৬.১০.২০।
ইউজাররা সেই ছবির তারিফ করেছেন। ক্যামেরায় এভাবে দুর্দান্ত ক্লিকের জন্য রেহানকে অভিনন্দন জানিয়েছেন তাঁরা।  ছবিটি সম্পর্কে প্রতিক্রিয়াও জানিয়েছেন ইউজাররা।





ইনস্টাগ্রামে রেহানের ফলোয়ার সংখ্যা প্রায় চার হাজার। তিনি প্রকৃতি ও বন্যপ্রাণের সুন্দর সুন্দর ছবি মাঝেমধ্যেই শেয়ার করে থাকেন।