নয়াদিল্লি: কংগ্রেস সাধারণ সম্পাদক নিযুক্ত হওয়ার পর সোমবার, লখনউয়ে প্রথম রোড শোয়ের দিনই ট্যুইটারে যোগ দিলেন প্রিয়ঙ্কা গাঁধী। সোস্যাল মিডিয়ায় সামিল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি বিরাট সাড়াও পেয়েছেন বলেও দাবি কংগ্রেস সূত্রে। গত সপ্তাহেই প্রিয়ঙ্কা ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এআইসিসি-র সাধারণ সম্পাদক হিসাবে আনুষ্ঠানিক ভাবে যথাক্রমে পূর্ব ও পশ্চিম উত্তরপ্রদেশের ভার নেন। আজ দুজনেই লখনউয়ে হাজির হন রোড শোয়ে। আজ সকালে @প্রিয়ঙ্কাগাঁধী অ্যাকাউন্টে ট্যুইটারে যোগ দেন সনিয়া-কন্যা। কংগ্রেসের সরকারি ট্যুইটার হ্যান্ডলে ট্যুইট করে বলা হয়, শ্রীমতী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা এখন ট্যুইটারে। তাঁকে @প্রিয়ঙ্কাগাঁধী অ্যাকাউন্টে ফলো করা যাবে। যদিও প্রিয়ঙ্কা নিজে কোনও ট্যুইট করেননি, তবে দাদা তথা কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সহ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সচিন পায়লট, অশোক গেহলত, রণদীপ সিংহ সুরজেওয়ালা, আহমেদ পটেল ও কংগ্রেসের সরকারি অ্যাকাউন্ট, প্রমুখ সাতজনকে ফলো করেন। ৪৫ হাজারেরও বেশি ট্যুইটার ব্যবহারকারী তাঁকে ফলো করা শুরু করেন কয়েক ঘন্টার মধ্যেই। পর্যবেক্ষকদের ধারণা, ২০১৪-র নির্বাচনী ফলাফল থেকে শিক্ষা নিয়ে বিজেপির মোকাবিলায় সোস্যাল মিডিয়াকেও ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। রাহুলও ট্যুইটারে রাফাল, বেকারি সহ নানা ইস্যুতে বিজেপি, নরেন্দ্র মোদির সঙ্গে লাগাতার লড়ছেন।