মুম্বই:  বিজ্ঞাপনের কাজ করিয়ে নীরব মোদীর বিরুদ্ধে টাকা না দেওয়ার ্অভিযোগ এনেছিলেন আগেই। এবার সেই মর্মে তাঁর সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করার ভাবনাচিন্তা করছেন প্রিয়ঙ্কা চোপড়া। এমনটাই জানালেন অভিনেত্রীর মুখপাত্র।


এর আগে, ১১, ৪০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত শিল্পপতি নীরব মোদীর বিরুদ্ধে এবার কাজ করিয়ে নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ আনেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। নীরব মোদীর হীরের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বিজ্ঞাপনে কাজ করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। সারা দুনিয়া সেই বিজ্ঞাপন দেখেছেও। কিন্তু সেই বিজ্ঞাপন বাবদ চুক্তির টাকা পাননি বলে দাবি করেছেন প্রিয়ঙ্কা।


বিভিন্ন সংবাদমাধ্যমে খবরে প্রকাশিত হতে থাকে যে, এর জন্য নীরবের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন অভিনেত্রী। যদিও, তাঁর মুখপাত্র জানান, এটা সত্যি নয়। এখনই মামলার কথা ভাবছেন না প্রিয়ঙ্কা। শুধু চুক্তি বাতিল করতে চাইছেন। মুখপাত্রের মতে, আর্থিক জালিয়াতির সঙ্গে নীরবের নাম জড়িয়ে পড়ায় তাঁর সংস্থার সঙ্গে যুক্ত থাকতে চান না প্রিয়ঙ্কা।