লখনউ/ নয়াদিল্লি: পরপর ভোটে হারের শনির দশা কাটাতে এবার সম্ভবত আস্তিনের লুকনো তাস খেলতে চলেছে কংগ্রেস। আগামী বছরের উত্তরপ্রদেশ ভোট প্রিয়ঙ্কা ভঢরাকে সামনে রেখে লড়তে পারে তারা। সব কিছু ঠিকঠাক থাকলে প্রিয়ঙ্কা হবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। তবে রাহুল গাঁধীর নাম নিয়েও আলোচনা চলছে দলের অন্দরমহলে।
১৯ মে পাঁচ রাজ্যের ভোটের ফলপ্রকাশের পর সম্ভবত এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে কংগ্রেস। তবে যদি রাহুল, প্রিয়ঙ্কা কেউই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে না চান তবে উচ্চবর্ণ তাস খেলে কোনও ব্রাহ্মণ নেতাকে ওই পদের দাবিদার বলে তারা ঘোষণা করতে পারে। কংগ্রেসের ধারণা, গোবলয়ের সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ যদি তারা বার করে নিতে পারে, তবে নখদন্তহীন হয়ে পড়বে কেন্দ্রের বিজেপি সরকার। তাই উত্তরপ্রদেশে কার্যত সাইনবোর্ডে পরিণত হওয়া কংগ্রেস সেখানে এবার পুরো দল নামাচ্ছে। লোকসভা ভোটের ধাঁচের উত্তরপ্রদেশ ভোট লড়তে চায় তারা।
প্রিয়ঙ্কা ভঢরা হতে পারেন উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 May 2016 02:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -