নয়াদিল্লি: প্রিয়ঙ্কা গাঁধীকে দলের পূর্ব উত্তরপ্রদেশ শাখার সাধারণ সম্পাদক করা নিয়ে কংগ্রেসকে পরিবারতন্ত্রের ইস্যু তুলে খোঁচা রবিশঙ্কর প্রসাদের। এই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতার কটাক্ষ, কংগ্রেসে প্রিয়ঙ্কার আরও বড় দায়িত্ব পাওয়ার কথা।
বুধবারই গত কয়েক বছরের তীব্র জল্পনার অবসান ঘটিয়ে সনিয়া গাঁধী কন্যাকে সক্রিয় রাজনীতিতে নামিয়েছে কংগ্রেস। উত্তরপ্রদেশ সহ সারা দেশে পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
আজ এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে প্রসাদের প্রতিক্রিয়া, প্রিয়ঙ্কাজি দলের সাধারণ সম্পাদক হয়েছেন। ওনাকে শুভেচ্ছা জানাই। যেহেতু ওদের দলটাই একটা পরিবার চালায়, তাই এ ধরনের পদে নিয়োগ অস্বাভাবিক কিছু নয়, তবে ক্যাভিয়েট সহ এটাই বলার যে, কেন শুধু পূর্ব উত্তরপ্রদেশে সীমাবদ্ধ থাকবে ওনার ভূমিকা? ওঁর মতো ব্যক্তিত্বের দলে সম্ভবত আরও বড় দায়িত্ব পাওয়া উচিত ছিল।
কংগ্রেসে নেতা-নেত্রীদের পদে নিয়োগের মধ্যে দলটার দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন দেখা যায় বলেও মন্তব্য করেন তিনি। পরে আবার প্রিয়ঙ্কার নিয়োগ প্রসঙ্গে বলেন, এটা ভাইয়ের অর্থাত কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর তাঁর বোনকে দলের একটা পদে বসানোর ব্যাপার।
প্রিয়ঙ্কার মতো ব্যক্তিত্বের কংগ্রেসে আরও বড় দায়িত্ব পাওয়া উচিত ছিল!পরিবারতন্ত্রের ইস্যু তুলে কটাক্ষ রবিশঙ্কর প্রসাদের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jan 2019 07:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -