নয়াদিল্লি: ফের বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়। বিশ্বত্রাস জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর সমর্থনে দেওয়াল লিখন দেখা গেল এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। তবে কারা এই দেওয়াল লিখনের পিছনে রয়েছে, সেটা জানা যায়নি।


দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সচিব অঙ্কিত সাঙ্গওয়ান বলেছেন, কয়েকজন ছাত্র তাঁকে জানান, দিল্লি স্কুল অফ ইকনমিক্সের দেওয়ালে আইএস-এর পক্ষে স্লোগান লেখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের ডেকে তিনি সেই দেওয়াল লিখনের ছবি তোলেন। এরপর নর্থ ক্যাম্পাস থানায় খবর দেওয়া হয়। পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। পরে জানা যায়, জাস্টিস ফর সোশ্যাল ওয়ার্ক কলেজের দেওয়ালেও এই ধরনের স্লোগান লেখা হয়েছে।

অঙ্কিতের আরও অভিযোগ, কয়েকজন ব্যক্তি কলেজের বদনাম করার চেষ্টা করছে। সেই কারণেই এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজস কলেজে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। যারা বস্তার বা কাশ্মীরের স্বাধীনতার পক্ষে সওয়াল করে দেশকে টুকরো টুকরো করে দিতে চাইছে, তারাই এই ঘটনার পিছনে রয়েছে।