‘কাই পো চে’-র অভিনেতার মৃত্যুর ঘটনায় দুবে বিচারবিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছেন। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মতো রাজ্য থেকে উঠে আসা তারকাদের কোণঠাসা করার অভিযোগ তুলেও সরব হয়েছেন দুবে।
ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ বলেছেন,যে সমস্ত প্রযোজক সুশান্তের সিনেমা বয়কট করেছিলেন এবং বেশ কিছু প্রজেক্ট থেকে তাঁকে সরিয়ে দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা দরকার।
ফিল্ম ইন্ডাস্ট্রির চলতি ব্যবস্থার বিরুদ্ধে ‘পূর্বাঞ্চলে’র শিল্পীদের একজোট হয়ে সরব হওয়া উচিত। পটনা থেকে উঠে আসা ৩৪ বছরের প্রতিশ্রুতিমান অভিনেতা গত রবিবার মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁর এই মৃত্যু ঘটনায় স্তম্ভিত বলিউড।
ময়না তদন্ত রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁসের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন সুশান্ত। রিপোর্ট অনুসারে, আত্মহত্যা করেছেন অভিনেতা। পুলিশও এই ঘটনায় কোনও চক্রান্ত থাকার সম্ভাবনা খারিজ করে দিয়েছে।
যদিও ইন্ডাস্ট্রিরই কয়েকজন বলিউডের বর্তমান সিস্টেম নিয়ে প্রশ্ন তুলেছেন। ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের অভিযোগ সংক্রান্ত বিতর্ক নতুন করে উস্কে দিয়েছে সুশান্তের দুর্ভাগ্যজনক মৃত্যু।