নয়ডার নামী শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা
Web Desk, ABP Ananda | 07 Jul 2016 01:32 PM (IST)
নয়াদিল্লি: পাকিস্তানের হ্যাকারদের কবলে নয়ডার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের অধীন স্কুল অফ ল, ডিজাইন অ্যান্ড ইনোভেশন অ্যাকাডেমির ওয়েবসাইট। গত ৪ জুলাই রাতে এই ওয়েবসাইটটি হ্যাক করা হয়। ওই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের সাইবার অপরাধ বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হ্যাকারদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তারা যে পাকিস্তানি সে বিষয়ে কোনও সন্দেহ নেই। হ্যাকাররা নিজেদের অস্তিত্ব জানান দিতে একটি বার্তা পোস্ট করে। এর সঙ্গে তারা পাকিস্তানের পতাকা এবং চিনের পতাকার সদৃশ একটি পতাকার ছবিও পোস্ট করে। এছাড়া ভারতের বিরুদ্ধে নানা অশ্লীল ও আপত্তিজনক মন্তব্যও করা হয়। ওই ওয়েবসাইটটিকে এখন অফলাইন মোডে করে দেওয়া হয়েছে।