ইন্দোর: এবার ইন্দোরের নাম বদলে 'ইন্দুর' করার প্রস্তাব পেশ হল শহরের পুরসভার জেনারেল কাউন্সিলের সভায়। ৭০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুধীর দেগে 'ঐতিহাসিক তথ্যের' উল্লেখ করে মধ্যপ্রদেশের আর্থিক কারবারের প্রাণকেন্দ্রের নতুন নামকরণের প্রস্তাবটি দিয়েছেন বলে জানান ইন্দোর পুরসভার চেয়ারম্যান অজয় সিংহ। চেয়ারম্যান বলেন, দেগেকে তাঁর প্রস্তাবের সমর্থনে ইতিহাসের সাক্ষ্য-প্রমাণ, দলিল-দস্তাবেজ দিতে বলা হয়েছে। তিনি সেগুলি দিলেই আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে এ ব্যাপারে।
দেগে নিজে এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, প্রাচীন ইন্দ্রেশ্বর মহাদেব মন্দির ছিল বলে শহরের নাম অতীতে ইন্দুর ছিল। কিন্তু ব্রিটিশরা ভুল উচ্চারণ করায় ক্রমশ তার নাম বদলে ইন্দোর হয়ে যায়।
ইন্দোর সাবেক হোলকার শাসকদের সময় রাজধানী ছিল, সেই সময়ের একাধিক নথিপত্রেও 'ইন্দুর'-এর উল্লেখ রয়েছে বলেও দাবি দেগের।