ভোপাল: পাঁচটি মেয়ে সহ ১৪ জন গ্রেফতার। ভোপালে ফাঁস মধুচক্র, দাবি পুলিশের। নিশাতপুরা থানার ইনস্পেক্টর মণীশ মিশ্র বলেছেন, সূত্র মারফত খবর পেয়ে আমরা কারোন্ডের একটি ফ্ল্যাটে সম্ভাব্য খদ্দের সাজিয়ে পাঠাই এক পুলিশকর্মীকে। তারপরই পরিষ্কার হয়ে যায়, ওখানে দেহব্যবসা চলছে রমরমিয়ে। গ্রেফতার পাঁচটি মেয়ের বয়স ২৫-এর আশেপাশে, জানিয়েছেন তিনি। ধৃতদের সবাইকে বেআইনি পাচার (রোধ) আইনে অভিযুক্ত করা হয়েছে। তাদের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, মধুচক্রের কিংপিন ২৬ বছরের এক মহিলা। সম্ভাব্য খদ্দেরদের হোয়াটসঅ্যাপে মেয়েদের ছবি পাঠিয়ে কারবার চালাত তার স্বামী বিজয় প্রতাপ সিংহ ও শুভম নামে এক দালাল। অভিযুক্তদের কাছ থেকে ২৫টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে জানান পুলিশকর্তাটি। অতীতেও ওই মহিলাকে মধুচক্র চালানোর দায়ে গ্রেফতার করা হয়েছিল।
হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে মধুচক্রের হদিশ ভোপালে, ৫টি মেয়ে সহ গ্রেফতার ১১
Web Desk, ABP Ananda
Updated at:
12 Feb 2017 04:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -