হায়দরাবাদ: দেহ ব্যবসার অভিযোগে হায়দরাবাদের অভিজাত হোটেল থেকে গ্রেফতার বাঙালি অভিনেত্রী। ওই অভিনেত্রী ছাড়া আরও এক মহিলা-সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, হায়দরাবাদ পুলিশের নর্থ জোন টাস্ক ফোর্স শহরে ওই দেহ ব্যবসার চক্রটি ফাঁস করে বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে টাস্ক ফোর্সের পুলিশ আধিকারিকরা একটি অভিজাত হোটেলে অভিযান চালায় এবং হোটেলের ম্যানেজারকে গ্রেফতার করে। পুলিশ তেলগু সিনেমার এক অভিনেত্রী সহ বাঙালি টেলিভিশন অভিনেত্রীকেও গ্রেফতার করে। টাক্স ফোর্সের ইন্সপেক্টর নাগেশ্বর রাও এ কথা জানিয়েছেন। আধঘন্টার ওই অভিযানে ধৃতদের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। দেহ ব্যবসা চক্রের মূল পান্ডা জনার্দন এখনও ফেরার। ধৃতদের বানজারা হিলসের পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।