হায়দরাবাদের বানজারা হিলসে হোটেলে হানা দিয়ে মধুচক্র ফাঁস পুলিশের, উদ্ধার মুম্বইয়ের উঠতি অভিনেত্রী
Web Desk, ABP Ananda | 08 Jul 2018 06:05 PM (IST)
হায়দরাবাদ: হায়দরাবাদের বড়লোক পাড়া বানজারা হিলসের এক হোটেলে তল্লাসি অভিযান পুলিশের। সেখানে হাই প্রোফাইল দেহ ব্যবসা চক্রের সন্ধান মিলল, যেখান থেকে মুম্বইয়ের রূপোলি পর্দার ২৪ বছর বয়সী এক উদীয়মান অভিনেত্রীকে পুলিশ উদ্ধার করেছে বলে খবর। মেয়েটি আগ্রার বাসিন্দা। এ ঘটনায় দুজনকে তারা গ্রেফতার করেছে। গোপন সূত্রে মধুচক্র চলার খবর পেয়ে গতকাল রাতে ওই হোটেলে হানা দেয় পুলিশ। তল্লাসি চালিয়ে মধুচক্রের মালিক ও এক খদ্দেরকে গ্রেফতার করে তারা। খদ্দের লোকটি সরকারি কর্মচারী। এ জনার্দন রাও নামে অভিযুক্ত দেহ ব্যবসা চক্রের কারবারী বারবার আইন ভেঙে এ ধরনের অনৈতিক কাজকারবার করায় অভ্যস্ত। অতীতেও সে মুম্বইয়ের উঠতি অভিনেত্রীদের টোপ দিয়ে হায়দারাবাদের আশপাশে মধুচক্রে নামিয়েছে। তদন্তে উঠে এসেছে যে, রাও এবং আরেক পলাতক অভিযুক্ত মুম্বই ও অন্যান্য রাজ্যের ফিল্ম অভিনেত্রীদের প্রলোভন দেখিয়ে সাপ্তাহিক চুক্তির ভিত্তিতে ব্যবহার করেছে। সপ্তাহে লাখ টাকা দিত তাদের, অন্যদিকে খদ্দেরদের থেকে মাথাপিছু ২০০০০ টাকা নিত।