মুম্বই: গোরেগাঁও-এ হাই-প্রোফাইল মধুচক্র ফাঁস করল মুম্বই পুলিশ। এই ঘটনায় দুই মডেল সহ তিন মহিলাকে উদ্ধার করা হয়েছে।তাঁদের মধ্যে একজন টেলিভিশন অভিনেত্রী। তিনি ক্রাইম শো সাবধান ইন্ডিয়া-তে তিনি নিয়মিতই অভিনয় করেন বলে জানা গেছে। এই ঘটনায় মানব পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃতদের নাম আশরফ খান (২২) এবং সায়রা শফি (২১)।এই মধুচক্রে টেলিভিশন ইন্ডাস্ট্রির আরও কয়েকজন মহিলা জড়িয়ে থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ। যদি চক্রের সন্দেহভাজন মূল পাণ্ডা কবিরকে এখনও ধরা সম্ভব হয়নি। তার সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।
গোপন সূত্রে খবর পেয়ে ক্রাইম ব্র্যাঞ্চের সোশ্যাল সার্ভিস শাখার কয়েকজন পুলিশ খদ্দেশের গোরেগাঁও-র ফিল্ম সিটির কাছে একটি বিল্ডিংয়ে যান। ছদ্ম ক্রেতাদের কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও হয় আশরফ ও শফি।
যে তিন মহিলাকে উদ্ধার করা হয়েছে তাঁদের একজন স্বল্প সময়ের জন্য টেলিভিশনে অভিনয় করেছেন।
হাই-প্রোফাইল মধুচক্রের পর্দা ফাঁস করল মুম্বই পুলিশ, উদ্ধার টিভি অভিনেত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2016 03:15 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -