নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে গোরক্ষার নামে গোপ্রেমীদের তাণ্ডবের নিন্দার কয়েক ঘন্টার মধ্যেই বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) জানিয়ে দিল, প্রশাসন গোনিধন বন্ধে ব্যর্থ বলেই গোরক্ষকদের রাস্তায় নামতে হয়েছে। পরিষদের মুখপাত্র বিনোদ বনশলের স্পষ্ট কথা, গোরক্ষকরা কী করে হত্যাকারী হয়? তারা তো রক্ষাকর্তা। হত্যাকারী তো রক্ষক হতে পারে না।


গতকালই প্রধানমন্ত্রী গুজরাতের সবরমতী আশ্রম থেকে গোপ্রেমীদের উদ্দেশ্যে বলেছেন, গোরক্ষার নামে আইন হাতে তুলে নিয়ে মানুষ হত্যা কখনই সমর্থনযোগ্য নয়। গত বছরের আগস্টেও তিনি সমান ভাবে নিন্দা করেছিলেন গোরক্ষকদের বাড়াবাড়ির। গতকালের ভাষণে মহাত্মা গাঁধী, বিনোদা ভাবের কথাও উল্লেখ করেন তিনি।

পাল্টা পরিষদ প্রধানমন্ত্রীকে গোরক্ষায় কঠোর আইন চালু করতে বলেছে। বনশল বলেন, আমাদের প্রধানমন্ত্রী মহাত্মা গাঁধী, আচার্য বিনোবা ভাবের নাম করেছেন। তাঁরাও গোরক্ষায় কঠোর আইনের পক্ষপাতী ছিলেন। ওঁদের ভাবনা মতো সরকারের উচিত একটি কড়া আইন এনে তার যাতে ঠিকমতো রূপায়ণ হয়, তা সুনিশ্চিত করা।