নয়াদিল্লি: সপ্তম বেতন কমিশনের সুপারিশ ঠিকমতো কার্যকর না হওয়ার অভিযোগে এইএমসের আবাসিক চিকিৎসকদের অনশন তৃতীয় দিনে পা দিল। অনশন চালিয়ে গেলেও, চিকিৎসকরা অবশ্য কর্মবিরতি পালন করছেন না। তাঁরা অনশনের মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন।

এইএমসের আবাসিক চিকিৎসক সংগঠনের সভাপতি হরজিৎ সিংহ ভাট্টি বলেছেন, ‘স্বাস্থ্যমন্ত্রী এইএমসের কর্মীদের সমস্যার বিষয়ে উদাসীন। আমাদের দাবি মানা হচ্ছে না। সেই কারণেই প্রায় ২,০০০ আবাসিক চিকিৎসক শান্তিপূর্ণভাবে অনশন ও দুপুর একটা থেকে দুটো পর্যন্ত হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। আমাদের সঙ্গে নার্সদের সংগঠন, অফিসারদের সংগঠন, বিজ্ঞানীদের সংগঠন, ছাত্র সংসদ ও কর্মচারী সংগঠনের সদস্যরাও যোগ দিয়েছেন। হাসপাতালে না খেয়ে কাজ করার ঝুঁকির কথা বোঝা উচিত সরকারের। স্বাস্থ্যমন্ত্রক যতক্ষণ না সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সংশোধিত বেতনের দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ প্রতিবাদ চলছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নিজেদের দাবির কথা জানিয়েছেন এইএমসের আবাসিক চিকিৎসকরা নিজেদের দাবির কথা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, প্রশাসনিক গাফলতিতেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাচ্ছেন না তাঁরা। স্বাস্থ্যমন্ত্রকও প্রাপ্য বেতন ও বকেয়া দেওয়ার উদ্যোগ নিচ্ছে না। সেই কারণেই দায়িত্বশীল নাগরিক হিসেবে রোগীদের সঙ্গে অসহযোগিতা না করেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।