হায়দরাবাদ: প্রথম বর্ষের এক ছাত্রের আত্মহত্যাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে তেলেঙ্গানার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়। পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্নায় বসেন, পুলিশকে মৃতদেহ বার করতেও দেননি তাঁরা।

মৃত ছাত্রের নাম ই মুরলী। ২১ বছরের ওই তরুণ ফিজিক্স নিয়ে স্নাতকোত্তর প্রথম বর্ষে পড়তেন। বাড়ি সিদ্দিপেট জেলার দৌলাপুর গ্রামে। গতকাল ক্যাম্পাসের মানেরু হোস্টেলের বাথরুমে গলায় দড়ি দেন তিনি। জানা গিয়েছে, শনিবার রাত থেকে নিজের ঘরে তাঁকে দেখা যাচ্ছিল না। গতকাল ব্রেকফাস্ট ও লাঞ্চের সময়েও পড়ুয়ারা তাঁকে দেখেননি। সন্ধেয় বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পুলিশের উদ্ধার করা সুইসাইড নোটে লেখা ছিল, আসন্ন পরীক্ষার প্রস্তুতি ঠিকমত না হওয়ায় আত্মহত্যা করেছেন তিনি।

কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও আনএমপ্লয়েড ইউথ ফেডারেশনের সভাপতি কে মানবতা রাইয়ের দাবি, চাকরি না পেয়েই আত্মহত্যা করেছেন মুরলী। তাঁর মৃত্যুর জন্য দায়ী রাজ্য সরকার। মুরলীর পরিবারকে রাজ্যের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, তা না হলে তাঁরা দেহ সরাতে দেবেন না।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করছে তারা।