নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণে মূত্রপান করলেন তামিলনাড়ুর কৃষকরা। ঋণ মকুব, সংশোধিত খরা ত্রাণ প্যাকেজ ও তাদের উত্পাদিত ফসলের আরও উন্নত সহায়ক দাম চাই, এমন বেশ কয়েকটি দাবি সামনে রেখে রাজধানীর বুকে তাঁদের অবস্থান ধরনা আজ পড়ল ৪০-তম দিনে।
গত ৩৯ দিনে নানা ভাবে দাবিদাওয়ায় সরকারের স্বীকৃতি আদায়ের চেষ্টা করেছেন তাঁরা। গোঁফ-দাড়ি ও মাথা অর্ধেক কামিয়েছেন, কখনও মুখে ইদুর-সাপ গিলেছেন, আবার নকল অন্ত্যেষ্ঠি করেছেন, নিজেদের গায়ে বেত্রাঘাত করেছেন, আবার ঋণের দায়ে আত্মঘাতী কৃষকদের মুণ্ড নিয়ে মিছিল করেন। এমনকী গত ১০ এপ্রিল নগ্ন বিক্ষোভও দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে।
গতকালই চরম সময়সীমা দিয়ে তাঁরা ঘোষণা করেন, একদিনের মধ্যে কেন্দ্র সমাধানসূত্র বের না করলে তাঁরা মূত্রপান করবেন। এদিন তা-ই করে দেখালেন। পুলিশ তাঁদের ঠেকাতে গিয়েও পারেনি।
প্রতিবাদী নেতা পি আয়াক্কান্নু বলেন, কেন্দ্র তো আমাদের জল দিল না। তাই আমরা মূত্রপান করছি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
এবার মূত্রপান করলেন রাজধানীতে অবস্থানে বসা তামিলনাড়ুর চাষিরা!
Web Desk, ABP Ananda
Updated at:
22 Apr 2017 04:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -