নয়াদিল্লি: উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারির বিরুদ্ধে কংগ্রেস, আম আদমি পার্টি ও জনতা দল ইউনাইটেড-এর সাংসদদের বিক্ষোভে ব্যাহত হল সংসদের অধিবেশনের প্রথম দিনের কাজ।


এদিন অধিবেশন শুরু হতেই উভয় কক্ষের ওয়েলে নেমে এসে বিক্ষোভ শুরু করেন কংগ্রেস সাংসদরা। দলীয় সভানেত্রী সনিয়া গাঁধীও বিক্ষোভে যোগ দেন। স্পিকার সুমিত্রা মহাজন এই ইস্যুতে বক্তব্য পেশের অনুমতি না দেওয়ায় লোকসভায় দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে ওয়েলেই ধরনায় বসেন। তিনি দাবি করেন, এভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে।

পরে এই ইস্যুতে মুলতুবি প্রস্তাব দিয়েছেন বলেও স্পিকারকে জানান খাড়গে। কংগ্রেসের সঙ্গে বিক্ষোভে যোগ দেন জেডিইউ ও আপ নেতারা। খাড়গেকে বক্তব্য পেশ করতে দেওয়ার জন্য বারবার অন্যদের কাছে আবেদন জানাতে থাকেন আপ নেতা ভগবন্ত মান। তিনি খরা পরিস্থিতি এবং কৃষক আত্মহত্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।