নয়াদিল্লি:  আজ সকালে ভারতের মহাকাশ বিজ্ঞানে নয়া ইতিহাস তৈরি করল ইসরো। একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ নিয়ে সফলভাবে উত্‍‍‍ক্ষেপণ করা হয় পিএসএলভি সি-থার্টি সেভেন-এর। ইসরোকে তাদের এই সাফল্যে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


তিনি তাঁর টুইট বার্তায় লিখেছেন





 



তারপর তিনি লেখেন ইসরোর এই সাফল্য ভারতের মহাকাশ গবেষণায় আরেকটি বড় মাইলস্টোন ছিল। এই সফলতা আমাদের প্রত্যেক ভারতবাসীকে আরও একবার গর্বিত করল।