হুমনাবাদ (কর্ণাটক): নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে শিল্পপতিদের ঋণ মকুব করার অভিযোগ নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে পাল্টা আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর চ্যালেঞ্জ, শিল্পপতিদের ঋণ মকুব করা হয়েছে এমন কোনও নথি থাকলে সেটা প্রকাশ করুন রাহুল।

তিনদিনের কর্ণাটক সফরে গিয়েছেন বিজেপি সভাপতি। উত্তর কর্ণাটকের বিদার, কালাবুরাগি ও ইয়াদগিরি জেলায় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। আজ বিদারের হুমনাবাদে তিনি রাহুলকে আক্রমণ করে বলেছেন, ‘আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, কংগ্রেস সভাপতি বারবার বলছেন শিল্পপতিদের লক্ষ কোটি টাকার ঋণ মকুব করে দেওয়া হয়েছে। আমি নিশ্চিতভাবে বলছি, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে কোনও শিল্পপতির এক পয়সা ঋণও মকুব করা হয়নি। করের পরিমাণ কিছুটা কমানো হয়েছে। যদি তাঁর (রাহুল গাঁধী) কাছে এমন কোনও নথি থেকে থাকে যাতে বলা হয়েছে শিল্পপতিদের ঋণ মকুব করা হয়েছে, তাহলে তিনি সেই নথি প্রকাশ করুন। সেক্ষেত্রে আমি জবাব দেব এবং কর্ণাটকের কৃষকদের কাছে ক্ষমা চাইব। তিনি (রাহুল গাঁধী) ভুল কথা বলছেন। সরকার কৃষকদের কাছ থেকে আয়কর নিচ্ছে না। কৃষকদের উপর করের বোঝা চাপানোর প্রশ্নই নেই।’

বিজেপি সভাপতি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের কল্যাণের লক্ষ্যে কাজ করে চলেছে। কর্ণাটকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি জয় পেলে কৃষকদের জন্য কাজ করবে। উত্তর প্রদেশের মতোই কর্ণাটকেরও চিনিকলগুলিকে ৯০ দিনের মধ্যে কৃষকদের টাকা দিতে হবে।