নয়াদিল্লি: প্রাক্তন আমলা তথা জম্মু ও কাশ্মীর পিপলস মুভমেন্ট (জেকেপিএম)-এর প্রধান শাহ ফয়জলের বিরুদ্ধে জনসুরক্ষা আইন (পিএসএ) আইনে কার্যকর করা হল। এই আইনে ধৃতদের আদালতে শুনানি ছাড়াই তিন মাস আটক রাখা যায় এবং আটকের সময়সীমা একাধিকবার বাড়ানো যায়।
গত ৫ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর প্রশাসন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির বিরুদ্ধে এই কঠোর আইন প্রয়োগ করেছিল। গত বছরের ৫ আগস্ট কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর থেকেই তাঁদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক রাখা হয়েছে।
ফয়জলকে গত বছরের ১৪ আগস্ট আটক করা হয়।
এদিকে এনএসএ-এর আওতায় ওমর আবদুল্লাকে আটক রাখাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর বোন। এর পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নোটিশ জারি করেছে।