নয়াদিল্লি:  মাঝারি থেকে গুরুতর শ্বাসকষ্টযুক্ত কোভিড-১৯ রোগীদের চিকিত্সার ক্ষেত্রে ত্বকের রোগ সোরিয়াসিস সারানোর ওষুধ ইটোলিজুমাবের 'নিয়ন্ত্রিত আপতকালীন ব্যবহারে'র ছাড়পত্র দিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবার এ কথা সংবাদসংস্থাকে জানিয়েছেন আধিকারিকরা।


তাঁরা জানিয়েছেন, কোভিড-১৯ রোগীদের চিকিত্সার ক্ষেত্রে সীমাবদ্ধতার কথা মথায় রেখে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল মোনোক্লোনাল অ্যান্টিবডি ইঞ্জেকশন ইটোলিজুমাবের নিয়ন্ত্রিত আপতকালীন ব্যবহারের ছাড়পত্র দিয়েছেন।

এক আধিকারিক জানিয়েছেন, গত কয়েক বছর ধরেই সোরিয়াসিসের চিকিত্সার জন্য এটি ইতিমধ্যেই বাইকোনের অনুমোদিত ওষুধ।  ওই ওষুধ ব্যবহারের আগে সংশ্লিষ্ট রোগীর লিখিত সম্মতি প্রয়োজন বলেও তিনি জানিয়েছেন।