নয়াদিল্লি: জয়ললিতাকে কঠোর ভাষায় তিরস্কার সুপ্রিম কোর্টের। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ জানিয়ে পেশ হওয়া মামলায় জয়ললিতাকে নতুন করে নোটিস জারি করে বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি সি নাগাপ্পনের বেঞ্চ বলেছে, আপনি জননেত্রী। আপনার সমালোচনা শুনতেই হবে। মানুষ সরকারি নীতির সমালোচনা করায় তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে স্বাস্থ্যকর নয়। সুস্থ গণতন্ত্র এ ভাবে চলতে পারে না।


প্রসঙ্গত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ও তাঁর বিভিন্ন নীতির প্রকাশ্যে সমালোচনা করায় ডিএমডিকে নেতা বিজয়কান্তের বিরুদ্ধে একাধিক সরকারের অবমাননার মামলা রুজু করা হয়। সেই মামলাগুলিকে আদালতে চ্যালেঞ্জ করে পিটিশন দেন তিনি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতিদের বেঞ্চ মুখ্যমন্ত্রীকে নোটিস দিয়ে বলেছে, মুখ্যমন্ত্রীর শরীর-স্বাস্থ্য নিয়ে স্রেফ রিপোর্ট করায় মানহানির মামলা রুজু করা যায় না।

প্রসঙ্গত, জয়ললিতার এআইএডিএমকে সরকার সম্প্রতি সুপ্রিম কোর্টে জানিয়েছে, তাদের নীতির বিরোধিতা, সমালোচনা করা লোকজনের বিরুদ্ধে ১৩১টি মানহানির মামলা রুজু করা হয়েছে। সেই প্রেক্ষাপটে এমন কড়া কথা শোনাল সর্বোচ্চ আদালত। জয়ললিতাকে কার্যত তিরস্কারের সুরে বেঞ্চ বলেছে, সরকারি নীতির সমালোচনা, তাকে প্রশ্ন করা কখনও মানহানির মামলা দায়ের করার যুক্তি হতে পারে না। মানহানির মামলা কোনও অস্ত্র নয় যে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে তাকে চাইলেই ব্যবহার করা যায়। সেইসঙ্গে আম্মা জয়ললিতাকে অস্বস্তিতে ফেলে বেঞ্চ এও বলেছে, দেশের আর কোনও সরকার তামিলনাড়ু সরকারের মতো ক্ষমতার অপব্যবহার করে না।