বেঙ্গালুরু: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিই শুধু নয়, কর্মীদের প্রতারণার ফলেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির আর্থিক ক্ষতি হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য বলছে, কর্মীদের প্রতারণার ফলে ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের জুনের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ২,৪৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত ১,২৩২টি প্রতারণার ঘটনার কথা জানা গিয়েছে। প্রতিটি ক্ষেত্রে এক লক্ষ বা তার বেশি টাকার প্রতারণা হয়েছে। ব্যাঙ্ককর্মীরা সরাসরি এই প্রতারণার সঙ্গে যুক্ত। রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এক বিশেষজ্ঞ বলেছেন, রাজস্থান এবং অন্যান্য রাজ্যগুলিতে আগাম পাওয়া অর্থ প্রতারণা করা হয়েছে বলেই মনে হচ্ছে। অন্যদিকে, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ব্যাঙ্কে জমা অর্থ প্রতারণা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।