বেঙ্গালুরু: জঙ্গি হামলা রুখতে ‘ফাঁপা আলোচনা’ ও ‘রাজনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক’-এর পরিবর্তে ভারতের উচিত কোনও সুস্পষ্ট ব্যবস্থা নেওয়া। এমনটাই মনে করেন ২৬/১১ মুম্বই হামলার শহিদ মেজর সন্দীপ উন্নিকৃষ্ণণের বাবা কে উন্নিকৃষ্ণণ।
তিনি বলেন, ভারতের উচিত কোনও পোক্ত ও সুস্পষ্ট ব্যবস্থা নেওয়া। এই সব ফাঁপা আলোচনা ও রাজনৈতিক সার্জিক্যাল স্ট্রাইকে কোনও লাভ নেই। তবে, একইসঙ্গে এ-ও মনে করেন, ভারতের যদি সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে অহেতুক শত্রুকে উস্কে দেওয়া থেকে নিজেদের বিরত রাখা উচিত।
পুলওয়ামায় যা ঘটেছে, তা দেশের যে কোনও প্রান্ত ঘটতে পারে বলে সতর্ক করে কে উন্নিকৃষ্ণণের দাবি, ভারতের উচিত যে কোনও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখা। তিনি বলেন, যখন আপনি শত্রুর মুখোমুখি হচ্ছেন, তখন প্রত্যাঘাতের সম্ভাবনা আঁচ করে ১০০ শতাংশের বেশি নিজেকে প্রস্তুত রাখাটা জরুরি। গোটা রুটকে বন্ধ না করে আড়াই হাজারের বেশি জওয়ানকে একসাথে নিয়ে যাওয়ার কোনও মানেই হয় না।