মুম্বই : পাকিস্তানের করাচিতে সাহিত্য সম্মেলনে যাওয়া বাতিল করলেন বর্ষীয়ান কবি, গীতিকার ও কিংবদন্তী চিত্রনাট্যকার জাভেদ আখতার এবং তাঁর স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি। করাচি আর্ট কাউন্সিল আয়োজিত কইফি আজমি-র কবিতা আলোচনা সভায় তাঁদের আমন্ত্রণ ছিল। কিন্তু পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরে এই আমন্ত্রণ বাতিল করেন তাঁরা। ১৯৬৫-এ পাক যুদ্ধের সময় কইফি আজমির লেখা কবিতা "অর ফির কৃষ্ণ নে অর্জুন সে কাঁহা" কবিতার লাইন ধার করে টুইটে এই সিদ্ধান্তের কথা জানান জাভেদ আখতার।




বৃহস্পতিবার পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় মারা যান প্রায় ৪০ জন সিআরপিএফ সেনা জওয়ান। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ধাক্কা মারে সিআরপিএফ কনভয়ে। ৩৮ জন গুরুতর ভাবে আহত হন।

সোশ্যাল মিডিয়ায় টুইট করে পুলওয়ামার জওয়ানদের ওপর হওয়া জঘন্য আক্রমনের তীব্র নিন্দা ও মৃত সিআরপিএফ সেনা জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানান জাভেদ আখতার।  তিনি লেখেন "আমার সিআরপিএফদের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে। আমি তাঁদের জাতীয় সঙ্গীত লিখেছি”। শোক প্রকাশ করে তিনি লেখেন, সিআরপিএফ সেনা জওয়ানদের সঙ্গে তিনি মিশেছেন আর তারপর তাদের প্রতি শ্রদ্ধা আরও বৃদ্ধি পেয়েছে।



বৃহস্পতিবার দুপুর ৩.১৫ নাগাদ পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে ধাক্কা মারে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি। হামলার দায় স্বীকার করে নিয়েছে জইশ-ই-মহম্মদ।