আমদাবাদ: পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার জবাবে পাকিস্তানকে অবিলম্বে আক্রমণ করার দাবি তুললেন গুজরাতের মন্ত্রী। তিনি ইটের বদলে পাটকেল নীতি মেনে পড়শী দেশে অভিযানের দাবি করেছেন। বলেছেন, এজন্য লোকসভা নির্বাচন পিছিয়ে দিতে হলেও হোক। তিনি গুজরাতের বন, আদিবাসী কল্যাণ ও পর্যটনমন্ত্রী গণপতসিন ভাসাভা।
সুরাতে প্রকাশ্য জনসভায় ভাসাভা বলেছেন, লোকসভা নির্বাচন বন্ধ রেখে পাকিস্তানকে আক্রমণ করা হোক। পুলওয়ামায় আইইডি বিস্ফোরণে ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর বদলা নেওয়ার দাবি করে লোকসভা ভোটের আগে পাকিস্তানে ‘শোকসভা’র আয়োজন করা উচিত বলেওএ মন্তব্য করেছেন ভাসাভা। বলেছেন, দুমাস যদি লোকসভা ভোট পিছিয়ে দিতে হয়, তাও সই, কিন্তু পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। ভাসাভার সওয়াল, ১২৫ কোটি ভারতীয় চায়, আমাদের সশস্ত্র বাহিনী পাকিস্তানের পাল্টা আঘাতের মতো কিছু করুক। আমাদের জওয়ানদের হত্যার বদলা নেবই আমরা। জওয়ানদের ওপর পূর্ণ আস্থা আছে আমাদের। সিআরপিএফ বলেই দিয়েছে, তারা বদলা নেওয়ার সময়, স্থান স্থির করবে।
প্রয়োজনে লোকসভা ভোট স্থগিত রেখে পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার পাল্টা পাকিস্তানে আক্রমণের দাবি গুজরাতের মন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
16 Feb 2019 08:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -