নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় চার সিআরপিএফ জওয়ানের মৃ্ত্যুর ঘটনায় কেন্দ্রের তীব্র সমালোচনা করল কংগ্রেস। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতির ব্যর্থতার জন্যই এই হামলা হয়েছে।


এদিন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা দেব জানান, একের পর এক হামলা হয়ে চলেছে। এর থেকে স্পষ্ট যে, রাষ্ট্র-বিরোধী শক্তি ভারতকে ভয় পায় না।


তাঁর অভিযোগ, নির্বাচনের সময় মোদী বলেছেন যে, ভারত শক্তিশালী রাষ্ট্র। অথচ, পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তিলঙ্ঘনের ফলে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।


সুস্মিতা বলেন, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশনীতির ব্যর্থতার ইঙ্গিত। তাঁর দাবি, কংগ্রেস চায় ভারতের অভ্যন্তরীণ ও বহিরাগত শত্রুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক সরকার। দেশের নিরাপত্তা ও সুরক্ষার ইস্যুতে কংগ্রেস প্রধানমন্ত্রীকে সমর্থন করবে।


প্রসঙ্গত, রবিবার ভোররাতে জম্মু ও কাশ্মীরের পুলওায়ামা জেলার অনন্তপোরায় সিআরপিএফ-এর ১৮৫ ব্যাটালিয়নের ছাউনিতে অতর্কিতে হামলা চালায় ২ সশস্ত্র জঙ্গি। এই হামলায় নিহত হন চার জওয়ান। পাল্টা গুলিতে খতম হয় ২ জঙ্গিও। হামলার দায় স্বীকার করেছে জয়েশ-ই-মহম্মদ।