কাশ্মীরে বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম লস্কর জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Aug 2017 08:02 AM (IST)
শ্রীনগর: কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল ১ লস্কর ই তৈবা জঙ্গি। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। পুলওয়ামার সাম্বুরা গ্রামে চলে ওই জঙ্গি বিরোধী অপারেশন। পুলিশ জানিয়েছে, আরও দুই লস্কর জঙ্গি আহত অবস্থায় চম্পট দিয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনার ৫০ রাষ্ট্রীয় রাইফেলস ওই গ্রাম ঘিরে ফেলে। সঙ্গে ছিল রাজ্য পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ। বেষ্টনী তৈরির সময় বাহিনীর ওপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সংঘর্ষে মারা পড়ে ১ জঙ্গি। আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলওয়ামা জেলার ইন্টারনেট পরিষেবা ব্লক করে দেওয়া হয়।