শ্রীনগর: জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে বৃহ্স্পতিবার রাতে আটক করা হল সন্দেহভাজন এক আইএস জঙ্গিকে। পুণের একাদশ শ্রেণীর ছাত্রী সে। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বানচাল করতে আজ মেয়েটিকে আত্মঘাতী হামলা চালানোর বরাত দিয়েছিল আইএস জঙ্গি সংগঠন। মেয়েটিকে দক্ষিণ কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছে।
অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মুনির খান যদিও এসম্পর্কে আর কোনও তথ্য দিতে রাজি হননি। শুধু জানিয়েছেন, মেয়েটিকে জেরা করা হবে। পূর্ণাঙ্গ তদন্তের পর এব্যাপারে মন্তব্য করা হবে পুলিশের তরফে, জানিয়েছেন মুনির খান।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এই মেয়েটিকে ২০১৫ সালেও জিজ্ঞাসাবাদ করেছিল পুণে এটিএস। সেসময় এটিএস দাবি করেছিল, মেয়েটির সিরিয়া যাওয়ার পরিকল্পনা ছিল। তারপর মেয়েটিকে দীর্ঘ কাউন্সিলংও করে এটিএস। প্রসঙ্গত, কাশ্মীর পুলিশের কাছে গোপনে খবর আসে, বাইরে থেকে আসা এক মহিলা আত্মঘাতী বিস্ফোরণ চালিয়ে উপত্যকায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বানচালের চেষ্টা করছে। তারপর থেকেই বাড়ানো হয় উপত্যকার নিরাপত্তা। শুরু হয় তল্লাশি অভিযান। যান চলাচলের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা হয় শ্রীনগরের বিভিন্ন জায়গায়।
আইএস জঙ্গি সন্দেহে কাশ্মীরে আটক পুণের একাদশ শ্রেণীর ছাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jan 2018 03:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -