মহাদেবের বিশ্বাস, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য তাঁর এই প্রয়াস একদিন কার্যকর হবে। দেখুন! গান গেয়ে মানুষের সচেতনতা বাড়ান পুনের এই সাফাই কর্মী
ABP Ananda, Web Desk | 18 Nov 2019 01:07 PM (IST)
রাস্তা ঝাঁট দেওয়ার পাশাপাশি পরিচ্ছন্নতা সংক্রান্ত গানও করেন তিনি।
পুনে: রাস্তা ঝাঁট দেন, লোকের বাড়ি থেকে আবর্জনাভর্তি প্যাকেট তুলে নেন নিজের ঠেলাগাড়িতে। আর সঙ্গে সঙ্গে চলে গান। সবই তাঁর নিজের বানানো, নিজের সুর দেওয়া। গানের বক্তব্য একটাই, চারপাশ পরিচ্ছন্ন রাখুন, কমান প্লাস্টিকের ব্যবহার। প্রায় ২৫ বছর ধরে পুনে পুরনিগমে কাজ করা এই সাফাই কর্মীর নাম মহাদেব যাদব। রাস্তা ঝাঁট দেওয়ার পাশাপাশি পরিচ্ছন্নতা সংক্রান্ত গানও করেন তিনি। গেয়ে গেয়ে বলেন, শুকনো ও ভেজা আবর্জনা আলাদা আলাদা করে দিন, প্লাস্টিকের ব্যবহার বিপজ্জনক, এমন নানা কিছু। তাঁর গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।