পুনেয় মহিলা নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Mar 2018 04:36 PM (IST)
পুনে: এইচএসসি বোর্ড পরীক্ষা চলাকালীন এক মহিলা নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল। ছাত্রীরা টুকলি করার কাগজপত্র নিয়ে যাচ্ছেন সন্দেহে ওই নিরাপত্তা রক্ষী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। পুনেয় এখন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট বোর্ড পরীক্ষা চলছে। ১৭ বছরের এক ছাত্রী আরও ১১ জন ছাত্রীর সঙ্গে ওই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গতকাল ছাত্রীরা ও তাঁদের বাবা মা সহ ৫০ এর বেশি বিক্ষোভকারী স্থানীয় লোনি কালভর পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করেন, তাঁদের মেয়েদের শ্লীলতাহানি হয়েছে। এক ছাত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি তাঁদের ইংরেজি পরীক্ষা ছিল। তখন ওই নিরাপত্তা রক্ষী তাঁদের নিম্নাঙ্গের পোশাক খুলে ফেলতে বলেন। তিনি বলেন, তাঁর ঋতুচক্র চলছে, প্যান্ট খোলা সম্ভব নয়। কিন্তু এরপরেও ওই রক্ষী তাঁর গোপনাঙ্গে হাত দেন বলে অভিযোগ করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করছে তারা।