পুনে: মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় উন্মত্ত জনতার হাতে আহত হলেন ৭ জন গোরক্ষক।
পুনে থেকে টেম্পো বোঝাই করে গরু বেআইনিভাবে কসাইখানায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। টেম্পোটি ধরে গোরক্ষকরা সেটি নিয়ে যান শৃঙ্গোন্দা পুলিশ স্টেশনে। অভিযোগ জানিয়ে তাঁরা যখন থানা থেকে বার হচ্ছিলেন, সে সময় ধারালো অস্ত্র ও পাথর হাতে অন্তত ৫০ জন তাঁদের ঘিরে ফেলে। এদের মধ্যে টেম্পো মালিক ও চালক যেমন ছিল, তেমনই ছিল স্থানীয় কসাইরা। এতে আহত হন ৭ জন।
এই ঘটনায় টেম্পো মালিক ওয়াহিদ শেখ ও চালক রাজু ফতরুভাই শেখকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জানোয়ারের ওপর নিষ্ঠুরতা সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। ৩০ জনের বিরুদ্ধে রুজু হয়েছে খুনের চেষ্টা, ডাকাতি ও অন্যান্য মামলা। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার করা হয়েছে ২টি গরু ও ১০টি ষাঁড়কে।
পুনেতে গরু বোঝাই টেম্পো আটকানোয় হামলা গোরক্ষকদের ওপর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2017 02:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -