পুনে: সারা জীবনের সঞ্চয় সশস্ত্র বাহিনী ও কৃষকদের কল্যাণে দান করলেন ৭৩ বছরের এক বৃদ্ধ। অবসরপ্রাপ্ত তুলো বিশেষজ্ঞ প্রকাশ কেলকার এজন্য স্ত্রীর সঙ্গে একটি যৌথ দলিলও করেছেন।
অবসরের আগে বিভিন্ন বহুজাতিক সংস্থায় কাজ করেছেন কেলকার। অবসরের পর সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। সারা জীবনের সঞ্চিত সম্পদ সেনা ও তাঁদের পরিবার, কৃষক ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে কাজে লাগুক এমনটাই চাইছেন কেলকার। শেষপর্যন্ত দলিল করে মহত্ উদ্দেশ্যে সঞ্চয় দানের বন্দোবস্ত করতে পেরে খুবই খুশি কেলকার ও তাঁর স্ত্রী। কেলকার বলেছেন, দলিল অনুসারে তাঁর সম্পদের ৩০ শতাংশ যাবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, ৩০ শতাংশ যাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। ৩০ শতাংশ যাবে সশস্ত্র বাহিনীর জন্য। বাকি ১০ শতাংশ পাবে পাঁচটি এনজিও। ওই এনজিওগুলি সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করে।
২০১৩-তে এই দলিল করার কথা কেলকারের মাথায় এসেছিল। তিনি বলেছেন, অবসরের পর আমি ও আমার স্ত্রী দীপা জীবনের সমস্ত সম্পদ দেশকে দান করার সিদ্ধান্ত নিই। এজন্য যে পদ্ধতি অবলম্বন করতে হবে, তা খুঁজতে শুরু করি। আমরা পিএমও, অর্থমন্ত্রক ও প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গেও আলোচনায় বসি। শেষপর্যন্ত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাহায্যে দলিল তৈরি করা সম্ভব হয়।
কেলকার জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্তে সম্পূর্ণ সমর্থন রয়েছে তাঁর দুই মেয়েরও। কেলকার বলেছেন, তিনি ও তাঁর স্ত্রী শিল্পীও। গত বছর মহারাষ্ট্রের আত্মঘাতী ৪০ জন কৃষকের স্ত্রীকে তাঁরা আর্থিক সাহায্য করেছিলেন।
সারা জীবনের সঞ্চয় সশস্ত্র বাহিনী ও কৃষকদের দান করলেন বৃদ্ধ
ABP Ananda, web desk
Updated at:
04 Nov 2016 11:12 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -