পুণে: দেশের বিভিন্ন প্রান্তে যখন নারীদের ওপর ধর্ষণ, যৌন হেনস্থা, শ্লীলতাহানির মতো ঘটনা বেড়েই চলেছে, তখন নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুণের এক স্কুলে জারি করা হল অদ্ভুত কিছু নির্দেশিকা। পুণের কোথরুড এলাকায় এমআইটি বিশ্বশান্তি গুরুকুল কো-এডুকেশন স্কুলে বিশেষ রঙের অন্তর্বাস পরে ছাত্রীদের স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেখানকার ছাত্রীদের নির্দিষ্ট সময়ই শৌচাগারে যাওয়ার নির্দেশও জারি করেছে স্কুল কর্তৃপক্ষ। এরপরই শুরু হয়েছে বিতর্ক। যদিও নিজেদের এহেন নির্দেশিকা প্রসঙ্গে সাফাই দিতে গিয়ে ওই স্কুলের কর্তৃপক্ষের বক্তব্য, ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছেন তাঁরা। যদিও স্কুলের এধরনের নির্দেশিকাকে মোটেই ভালভাবে নেননি স্কুলের পড়ুয়া এবং অভিভাবকরা। তাঁদের বক্তব্য, এভাবে, অন্তর্বাসের রং উল্লেখ করে ডায়েরিতে নোটিস জারির প্রয়োজন ছিল না। এবিষয়ে তাঁরা এবং তাঁদেন সন্তানেরা যথেষ্ট ওয়াকিবহাল। ওই স্কুলের এক্সিকিউটিভ ডিরেক্টরের বক্তব্য, প্রত্যেক অভিভাবককে আলাদা করে জানানোর চেয়ে তাঁদের মনে হয়েছে ডায়েরিতে নির্দেশ পাঠিয়ে দিলে সকলেই জেনে যাবেন। তবে নির্দিষ্ট সময় ছাড়াও কোনও পড়ুয়ার যদি বিশেষ প্রয়োজনে অন্য সময় শৌচাগার যেতে হয়, তাহলে তার সঙ্গে কোনও বান্ধবীকে যেতে হবে। এই নির্দেশিকার কথা প্রকাশ্যে আসার পরই পুণে পুরসভার প্রাথমিক শিক্ষা দফতরের ডিরেক্টর দিনকার টেমকার পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এরজন্যে পিএমসি-র এডুকেশন বোর্ডের দুজন আধিকারিককে নিয়োগও করা হয়েছে।