পুনে: স্ত্রী ঘরের কথা, ব্যক্তিগত ব্যাপারস্যাপার নিয়ে হোয়াটসঅ্যাপে গল্প করেন। অভিযোগ, বিষয়টি জানতে পেরে মাথা ঠান্ডা রাখতে পারেননি পুনের রাকেশ বালাসাহেব গাঙ্গুর্দে। স্ত্রী সোনালিকে গলা টিপে খুন করে নিজেও ঝুলে পড়েন ছাদের সিলিং থেকে। ৬ বছর আগে বিয়ে করেছিলেন তাঁরা।


রাকেশ কাজ করতেন এক আইটি কোম্পানিতে, সোনালি ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তবে মাস কয়েক আগে চাকরি ছেড়ে দেন তিনি। আজ সকালে হাদাপসর এলাকার শিবসাই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে তাঁদের দেহ উদ্ধার হয়।

রাকেশ যে সুইসাইড নোট রেখে গিয়েছেন, তাতে জানা যাচ্ছে, সন্তানের জন্ম দিতে অক্ষমতার জন্য তাঁর চিকিৎসা চলছিল। স্ত্রী সোনালি হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে শেয়ার করেন এ কথা। বিষয়টি জানতে পেরে প্রচণ্ড রেগে গিয়ে স্ত্রীকে মেরে ফেলেন রাকেশ। তারপর আর নিজের বেঁচে থাকারও অর্থ ছিল না তাঁর কাছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, সন্তান জন্মের বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীতে মাঝে মধ্যেই ঝগড়া হত। সম্ভবত বুধবারও এ নিয়ে অশান্তি হয় তাঁদের। তারপরই রাগের মাথায় স্ত্রীকে খুন করেন রাকেশ।

সোনালির মায়া নাসিক থেকে বুধবার মেয়েকে ফোন করেন। ফোন বেজে যাওয়ায় তিনি খবর নিতে বলেন সোনালির ভাই, পুনেরই বাসিন্দা হর্ষলকে। হর্ষল বুধবার রাতে বোনের ফ্ল্যাটে এসে দেখেন, ভেতর থেকে দরজা বন্ধ। পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে স্বামী স্ত্রীর দেহ উদ্ধার করে।