পুনে: আধার কার্ডের খুঁটিনাটি স্কুলে জমা দিতে পারেনি। এই অপরাধে পুনের এক স্কুল ছাত্র শিক্ষকের হাতে প্রচণ্ড মার খেল। এমনকী তাকে অপারেশনও করাতে হয়েছে।
পুনের চিঞ্চওয়াড় এলাকায় মোরিয়া শিক্ষণ সংস্থায় এই কাণ্ড ঘটেছে। ঘটনাটি কয়েক সপ্তাহ পুরনো কিন্তু সবে গতকাল ওই ছাত্রের বাবা মা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন।
১০ বছরের ওই ছাত্রের মায়ের বক্তব্য, তাঁরা জানেনই না, কেন সংশ্লিষ্ট শিক্ষক ছেলের আধার কার্ডের বিবরণ চাইলেন। আর যদি চাইলেনই, এভাবে মারধরের কী দরকার ছিল।
অভিযোগ, ওই শিক্ষক হাঁটুতে এমন মেরেছেন, যে ছাত্রটিকে অপারেশন করাতে হয়েছে।
অভিযোগকারী বাবা মা বলেছেন, ৬-১৫ তারিখ তাঁদের ছেলে হাসপাতালে ভর্তি থাকে। ভয়ের চোটে বাড়িতেও সে কিছু বলেনি। হাঁটতে অসুবিধে দেখে তাঁরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়ে গোটা ঘটনা তাঁদের বলে সে।
ছেলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাবা মা ঠিক করেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ এখন অভিযুক্তের সম্পর্কে আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছে, কারণ অভিযোগকারীরাও তাঁর পদবী ছাড়া আর বিশেষ তথ্য জমা দিতে পারেননি।
আধার জমা দেয়নি, পুনেয় ১০ বছরের ছাত্রকে বেধড়ক মার শিক্ষকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2017 10:25 AM (IST)
প্রতীকী চিত্র
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -