সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তাঁর ইনস্টাগ্রাম বার্তাটির স্ক্রিনশট শেয়ার হতে থাকে হু হু করে। সেই পোস্ট গিয়ে পৌঁছেছে পুণে পুলিশের দফতরে। সংশ্লিষ্ট পুলিশ স্টেশনকে এ-ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই ইনস্টাগ্রাম স্টোরিতে মহিলা দেখিয়েছেন, হিঞ্জাওয়াডি অঞ্চলে ‘ক্যাফে বিহাইভ’ নামক এক ক্যাফেটেরিয়ার শৌচালয়ে গুপ্ত ক্যামেরা বসানো রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেন তিনি। তারপর তাঁকে দশ মিনিট বাইরে অপেক্ষা করতে বলা হয়। নিরাপত্তারক্ষীরা ক্যামেরাটি সরিয়ে নেন।
ওই ক্যাফেটেরিয়ার তরফ থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে ইন্টারনেটে।
অভিনেত্রী রিচা চাড্ডাও ইন্টারনেটে ওই মহিলার পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। পুণে পুলিশকে ট্যাগও করেন পোস্টটি। সঙ্গে সঙ্গেই পুলিশ জানায়, তাঁরা বিষয়টি সংশ্লিষ্ট থানার নজরে এনেছে।
বিষয়টি সকলের নজরে আসার পর থেকেই ওই ক্যাফের জোম্যাটো পেজ উপচে পড়ছে নেতিবাচক রিভউতে। একটি মেসেজের উত্তরে হোটেল কর্তৃপক্ষ জবাব দয়, তারা বিষয়টি সম্পর্কে জানে। ক্ষমাও চেয়ে নেয় তারা।
এর আগে এই বছরই উত্তরাখণ্ডের হোটেলে এক দম্পতি ঘরে গোপন ক্যামেরা পাওয়ার পর পুলিশে অভিযোগ জানান, তারপর হোটেল মালিককে গ্রেফতারও করা হয়।