পুণের রাস্তায় বেহালার তরুণীকে পরিকল্পনা করেই খুন, বেঙ্গালুরুর প্রাক্তন সহপাঠীকে সন্দেহ পরিবারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2016 12:03 PM (IST)
পুণে: পুণের রাস্তায় বেহালার তরুণীকে পরিকল্পনা করেই খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বেঙ্গালুরুর প্রাক্তন সহপাঠীকে সন্দেহ পরিবারের নিহত অন্তরা দাস পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র। শনিবার রাতে অফিস থেকে ফেরার পথে হামলা চালায় দুষ্কৃতীরা। পুণের তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন অন্তরা দাস বেঙ্গালুরুতে ট্রেনিংয়ে থাকার সময় এক সহপাঠী তাঁকে মারাত্মক উত্যক্ত করত। পরে পুণে চলে আসার পর টেলিফোনে উত্যক্ত করত ওই সহপাঠী। প্রতিবাদ করেছিল অন্তরা, কিন্তু শোনেননি ওই সহপাঠী, অভিযোগ নিহত তরুণীর পরিবারের। প্রসঙ্গত, অন্তরার অফিসে যাতায়াতের সময় জানত আততায়ীরা। আততায়ীরা দুজন ছিল, অনুমান পুলিশের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে আততায়ীর স্কেচ আঁকার চেষ্টা চলছে। সন্দেহভাজন ওই যুবকের সঙ্গে যোগাযোগ করেছে পুণে পুলিশ।