মুজফফরনগর: কাশ্মীরে লস্কর-ই-তৈবার ব্যাঙ্ক, এটিএম লুঠের অপারেশনে জড়িত থাকায় গ্রেফতার উত্তরপ্রদেশের যুবক সন্দীপ শর্মার মা পার্বতী, শ্যালিকা রেখাকে হেফাজতে নিয়ে জেরা করল উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন স্কোয়াডের লোকজন।


গতকাল রাতে দুজনকে তারা ছেড়েও দেয়। তবে সন্দীপের বাড়ির বাইরে মহিলা পুলিস অফিসার মোতায়েন করে তার পরিবারের ওপর নজর রাখা হচ্ছে।

ছাড়া পেয়ে সাংবাদিকদের পার্বতী বলেন, আমার ছেলে সত্যিই সন্ত্রাসবাদী হয়ে থাকলে অবশ্যই শাস্তি হওয়া উচিত। ওর কাজকর্মের জন্য আমাদের অসুবিধা হচ্ছে, লজ্জায় মুখ দেখাতে পারছি না।
পার্বতী, রেখা--দুজনেই গৃহ পরিচারিকার কাজ করেন।

সন্দীপ ওরফে আদিল ২০১২ সালে মুজফফরনগর ছাড়ে, বাড়ির লোকজনকে বলে যায়, জম্মুতে কাজ করে সে, মাসে ১২ হাজার টাকা আয়। পুলিশ জানায়, ২০০৭-এ মারা যান সন্দীপের বাবা, ভাই হরিদ্বারে ট্যাক্সি চালায়।