গোরক্ষপুর: স্কুলের শিক্ষিকা শাস্তিস্বরূপ দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখেছিলেন। এতেই অপমানিত হয়ে আত্মহত্যা করল পঞ্চম শ্রেণির এক পড়ুয়া। দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলার শাহপুরে। মৃত ছাত্রের নাম নবনীত (১১)। তার বাবা শিক্ষিকা ভাবনা জোশেফের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। গ্রেফতারও করা হয়েছে শিক্ষিকাকে।
পুলিশ সূত্রে খবর, একটি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্র নবনীত এ মাসের ১৫ তারিখ বিষ খায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে গতকাল তার মৃত্যু হয়েছে। তার বাবা রবি প্রকাশের অভিযোগ, সুইসাইড নোটে আত্মহত্যার জন্য ওই শিক্ষিকাকেই দায়ী করেছে নবনীত। তার অভিযোগ, পরপর দু’দিন তাকে ক্লাসে দাঁড় করিয়ে রেখেছিলেন শিক্ষিকা। সেই কারণেই সে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার শেষ ইচ্ছা, আর কাউকে যেন এভাবে শাস্তি না দেন ওই শিক্ষিকা।
স্কুলে শিক্ষিকা দাঁড় করিয়ে রাখায় পঞ্চম শ্রেণির পড়ুয়ার আত্মহত্যা
Web Desk, ABP Ananda
Updated at:
21 Sep 2017 06:00 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -