পাঠানকোট: মৃত্যুর সঙ্গে আর যুঝতে পারল না আমনদীপ। পঞ্জাবের লুধিয়ানার হাসপাতালে চিকিৎসা চলাকালীন রবিবার মৃত্যু হয়েছে তার। পাঠানকোটের চার মার্লা কোয়ার্টার স্কুলের দশম শ্রেণির ছাত্র আমনদীপ সিংহ শুক্রবার মাথায় বাবার রিভলভার ঠেকিয়ে বোনের সঙ্গে সেলফি তুলছিল। আচমকা গুলি ছিটকে মাথায় এসে লাগে তার। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর লুধিয়ানায় অ্যাপোলো হাসপাতালে। সেখানেই মারা যায় ১৫ বছরের কিশোর। সেলফি তোলার পাগলামিতে বেঘোরে মৃত্যু এ দেশে নতুন কিছু নয়। চলন্ত ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যুও ঘটেছে। আমনদীপ সেই তালিকায় রবিবার নিজের নামটাও তুলে দিল।