অমৃতসর: নয়াদিল্লি থেকে আগেই জানানো হয়েছিল বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে স্বাগত জানাবে ভারতীয় বায়ুসেনার একটি দল। সেইমতো শুক্রবার ভারত-পাক ওয়াঘা সীমান্তে পৌঁছে যাওয়ার কথা বায়ুসেনা দলেরও। এরই মধ্যে সেখানে হাজির হয়ে অভিনন্দনকে অভ্যর্থনা জানানোর বাসনা প্রকাশ করলেন পঞ্জাবের কংগ্রেসি মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইট করে ক্যাপ্টেন অমরিন্দর সিংহ লিখেছেন, “প্রিয় নরেন্দ্র মোদিজি, আমি সীমান্ত পরিদর্শনে এসেছি এবং এই মুহূর্তে অমৃতসরে রয়েছি। জানতে পেরেছি অভিনন্দন বর্তমানকে আজই দেশে ফেরাবে পাকিস্তানের সরকার। অভিনন্দন এবং তাঁর বাবা, দুজনেই আমার মতো ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী। তাই অভিনন্দনকে অভ্যর্থনা জানাতে পারলে তা আমার কাছে সত্যিই সম্মানের হবে।”





মুখ্যমন্ত্রীর দফতরের এক অফিসারও বিবৃতি দিয়ে জানিয়েছেন, “বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দনের অভ্যর্থনায় নিজের নাম প্রস্তাব করেছেন অমরিন্দর সিংহ।।” অমরিন্দরও পরে জানিয়েছেন, তিনি স্বতঃস্ফূর্তভাবেই এই প্রস্তাব রেখেছেন। তিনি মন থেকেই বায়ুসেনার উইং কম্যান্ডারকে দেশে স্বাগত জানাতে চান।